পিরোজপুরের কাউখালীতে রবিবার সকালে সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এ ১ম পর্বের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
এসময় উপস্থিত ছিলেনৃ জেপি সাধারন সম্পাদক মোঃ শাহআলম নসু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারন সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন লিটন কৃষ্ণ কর।