স্টাফ রিপোর্টার:
ব্যতিক্রম এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটলো বাংলাদেশ ডিভোর্স ক্লাবের। গত ১৭ জানুয়ারী শুক্রবার ফ্লেভার্স মিউজিক ক্যাফে,ধানমন্ডিতে বাংলাদেশ ডিভোর্সড ক্লাব আয়োজিত এক জমকালো মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নেতৃত্বে রয়েছেন সুমাইয়া হামিদ ও শাহাদাত হোসেন রনি।
তালাকপ্রাপ্ত -বিধবা ও বিপত্নীক নারী এবং পুরুষরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। প্রাথমিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু হয় ফেসবুকের অনলাইন পেইজ থেকে।
একাকী জীবনের কষ্ট যেন তাদের পেয়ে না বসে সেজন্য সংগঠন হতে মানসিক বিকাশ সাধনের জন্য বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করাই এ সংগঠনের উদ্দেশ্য।দেশের বিভিন্ন জেলা শহর এবং দেশের বাইরে হতেও সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সংগঠনের কার্যক্রম যেন দ্রুততার সাথে এগিয়ে নেয়া যায় সেজন্য দিপালী দিকস্টা আর্থিকভাবে সহায়তা করেন।
শিশুদের চিত্রাংকন,গান এবং উন্মুক্ত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।