বরগুনার বেতাগীর বেড়ের ধন নদীর উপর আয়রন ব্রিজ ভেঙে পড়েঝে। ব্রিজটি ভেংগে পরার সময় নিচ থেকে চলমান ধান ভর্তি একটি ট্রলার ডুবে যায়। এতে ৬ জন আহত হয়েছে এবং আহতদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশির ভাগই শিশু কিশোর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেতাগী হোসনাবাদ ইউনিয়ন ও মির্জগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের সাথে সংযুক্ত বেড়ের ধন নদীর ওপর আয়রণ ব্রিজটি গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় আকস্মিকভাবে ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় ধানবাহী একটি ট্রলার ডুবে যায় এবং ওই ট্রলারে ৬ শিশু কিশোর আহত হয়। আহতদের পরিচয় জানা যায়নি।
তবে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা থেকে ধান ক্রয় করতে বেতাগীতে আসছিল বলে ট্রলারের মালিক মো. সালা উদ্দিন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারের মালামাল (ধানের বস্তা) উদ্ধার অব্যাহত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন,‘ অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।’