নিজস্ব প্রতিবেদক:
গতকাল বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১ টায় বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে “সামাজিক পরিবর্তন ও সাম্প্রতিক সময়ের অপরাধ প্রবণতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোরশেদা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় প্রধান জিয়া হাসান।আলোচক হিসেবে ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুজ্জামান খান,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাদেক মোহাম্মদ শাহ আলম,হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সাদিকুর রহমান সিকদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আখতারুজ্জামান,স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইব্রাহিম খলিল উক্ত আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।