বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য বিভাগের সম্মিলিত বিশেষ অভিযানে ৭০ লক্ষ টাকা মূল্যের সাড়ে তিন লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর পর্যন্ত বিষখালী নদীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা, বেতাগী, ঝোপখালী, বদনীখালী, বুড়ামজুমদার, কালিকাবাড়ি ও সড়িষামুড়ি এলাকায় এ অভিযান চালিয়ে অবৈধ তিন লক্ষ পঁচিশ হাজার মিটার কারেন্ট জাল, পনের হাজার মিটার চরগড়া জাল ও দশ হাজার মিটার কাঁচকি জাল আটক করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মুখে ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে জালগুলো পোড়ানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব আহসানের এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব, বেতাগী থানার এসআই আব্দুর রব, উপজেলা আনসার ভিডিপি সদস্য সুকদেব হাওলাদার।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে এ ‘সম্মিলিত বিশেষ অভিযান‘ অব্যাহত থাকবে।