পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রব মোল্লা (৫৪) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ময়না তদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।
আব্দুর রব মোল্লা পিরোজপুরের কাউখালী উপজেলার নিশিন্দা গ্রামের আবদুস সোবাহান মোল্লার ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ৮টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামীম ইকবাল জানান, মৃত কয়েদি আব্দুর রব মোল্লা এনআই অ্যাক্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন।