প্রচণ্ড ঠাণ্ডা ও ঘন কুয়াশায় পিরোজপুরে ঝরে পড়ছে পান পাতা। এতে ক্ষতির মুখে পান চাষিরা।
তারা জানান, কুয়াশার কারণে পান পাতা ঝরে পড়াসহ দেখা দিয়েছে বিভিন্ন ধরনের দাগ। পাশাপাশি গাছের আগা শুকিয়ে মরে যাচ্ছে লতা। এ অবস্থায় পলিথিনে পাতা ঢেকে দিয়েও কাজ হচ্ছে না বলে দাবি চাষিদের। এছাড়া ঝরে পড়া পাতা অপরিপক্ক থাকায় তা বিক্রি করতে পারছেন না তারা। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের।
এদিকে পান চাষিদের নিয়মিত পরামর্শ দেয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এবার জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদে ৬৯৪ হেক্টর জমিতে পান চাষ হয়েছে।
চাষিরা জানান, শীতে কারণে পানের বরজ নষ্ট হচ্ছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, কৃষকের এ সমস্যায় উপজেলা কৃষি অফিসার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কৃষকরা যদি পানের বরজ গরম রাখা তাহলে তাহলে এ সমস্যা হবে না।