নিজস্ব প্রতিবেদক:
কালের কণ্ঠ’র প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীর কর্মীরা। এ সময় তার ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে যায় হামলাকারীরা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে আজ শনিবার সকালে ৪ নম্বর ওয়ার্ডে রাজধানীর মাদারটেক স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার শেখ হাসান জানান, সকালে নির্বাচন শুরুর পর মাদারটেক স্কুল কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ী প্রতীকের আলহাজ মো. জাহাঙ্গীর হোসেনের কর্মীরা তার ওপর হামলা চালায়। তার ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নিয়ে যায় তারা। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।