নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরে ৬১৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।
এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনে শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ১৫ হাজার ৯৩৫ ভোট।