বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ঢাকা উত্তরে তাবিথের চেয়ে এগিয়ে আতিকুল

ঢাকা উত্তরে তাবিথের চেয়ে এগিয়ে আতিকুল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৭৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরে ৬১৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৩৪। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

এ ছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনে শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ১৫ হাজার ৯৩৫ ভোট।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech