বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নবনির্বাচিত মেয়র তাপসকে শুভেচ্ছা জানালেন বরিশাল সিটি মেয়র

নবনির্বাচিত মেয়র তাপসকে শুভেচ্ছা জানালেন বরিশাল সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলের শুভেচ্ছা জানান বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সর্বশেষ প্রকাশিত ফলাফল অনুযায়ী ৭৩৯টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৫ ভোট।

অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।

শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারই প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech