ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ। খবর আলজাজিরার।
হুবেইপ্রদেশ থেকে ছড়ানো এ প্রাণঘাতী ভাইরাসে চীনের ৩১টি প্রদেশের সব এবং বিশ্বের অন্তত ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ।
হুবেইপ্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষ মারা গেছেন।
তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন।
এ ভাইরাসে প্রকৃত মৃতের সংখ্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লুকাচ্ছে বলে তাদের দাবি। চীনা নাগরিকদের অভিযোগ, করনোভাইরাস ঠেকাতে কর্তৃপক্ষের নেয়া উদ্যোগ যথেষ্ট নয়।
এ ক্ষেত্রে কর্তৃপক্ষের ধীরগতির কথা স্বীকার করে নিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির উহান পৌর শাখার সেক্রেটারি মা গুয়োকিয়াং। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি অপরাধী, অনুতপ্ত বোধ করছি। আগেই যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কঠোর করা হতো, তা হলে এখন ফল অনেক ভালো হতো’।
তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাবি, এই সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা চীনের রয়েছে।