বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনের সরকারী সফরে বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। আগামীকাল (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন।
সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ সফরসঙ্গী হবেন।
বরিশাল পৌঁছে তিনি সড়কপথে তিনি পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে উপস্থিত হবেন। প্রতিমন্ত্রী ১৪ ফেব্রুয়ারী বরিশালের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে। এছাড়া ১৫ই ফেব্রুয়ারী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন, চরকরনজি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সহ কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে।

১৫ ফেব্রুয়ারী বিকেলে তিনি বরিশাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব নুর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech