ভালোবাসা দিবসে অনেকেই অনেকভাবে ভালোবাসার পরীক্ষা দিয়ে থাকেন! কিন্তু এমন পরীক্ষা? মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢালল প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক রতন মান্না। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মোহম্মদপুরে শিলাখালি গ্রামে।
ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেয়ের ভালোবাসার পাত্রকে মেনে নিতে পারেনি পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে রতনের বাড়ি গিয়ে রতন ও তার ভাইকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অস্বীকার করেন। এরপরই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাকে সেই বিষ খেতে বাধ্য করেন।মেয়ের মা বলতে থাকেন, ‘তাহলে বিষ খেয়ে মর।’
খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে গুরুতর অবস্থায় প্রেমিক রতন মান্নাকে উদ্ধার করে তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি করায়। পরে তারা অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন। মারধরের পর ৪ জনকে পুলিশের হাতে তুলে দেয় তারা।