বরিশাল নগরীর তিনটি অভিজাত হোটেল এন্ড রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য ও পরিবেশ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ এই দন্ডাদেশ দেন।
এর মধ্যে নগরীর ফলপট্টি এলাকার অভিযাত রেস্তোরা হোটেল আপ্যায়নকে ২০ হাজার, হোটেল ঘরোয়াকে ২০ হাজার এবং হাজী বিরিয়ানিকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাত করণ, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রন, খাদ্যের উৎপাদন ও মেয়াদ উত্তির্ণের তারিখ না থাকার অপরাধে ওই তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়।
বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল র্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ এর নেতৃত্বাধিন র্যাবের একটি টিমের সহযোগিতায় খাদ্য ও পরিবেশ আদালতের পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা (স্যানেটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক।