বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাউফলে মুজিব জন্মশতবর্ষে শত কর্মসূচী

বাউফলে মুজিব জন্মশতবর্ষে শত কর্মসূচী

এম.এ হান্নান, বাউফল:
পুয়াখালীর বাউফলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষ উদযাপন উপলক্ষ্যে শত কর্মসূচীর ঘোষনা ও উদযাপন প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে দলীয় কার্যলায় (জনতা ভবন) থেকে শতশিক্ষার্থী শত সাইকেল নিয়ে উপজেলা জুড়ে ১৭মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের লিফলেট প্রচার ও ক্যাম্পাইন উদ্বোধন করেন তিনি। এছাড়াও শত মটরসাইকেল শোভাযাত্রা, মুজিববর্ষ ওয়েবসাইট, মুজিববর্ষ ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন- যিনি আমাদের জাতি হিসেবে পরিচিতি দিয়েছেন, যিনি স্বাধীনতা দিয়েছেন, তাঁর জন্য আমরা কিছুই করতে পারিনি। এখন আমাদের সময় এসেছে তাঁর রক্তের কিঞ্চিত হলেও শোধ করার। তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনের আহবান জানান

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সহ-সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আ.স.ম ফিরোজের সহধর্মনী মিসেস দেলোয়ারা ফিরোজ, উপজেলা আ’লীগ উপদেষ্টা এটিএম তারেক মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল পৌর আ’লীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক, সাবেক এপিএস আনিসুর রহমান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খাঁন প্রমূখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech