সরকারি বরিশাল কলেজ এর ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক বরিশাল গড়ার পাশাপাশি এই নগরীর সকল ছাত্র/ছাত্রীকে ভালো ভাবে পড়াশুনা করতে হবে।
তিনি আরো বলেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে একটি মডেল শহর। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি অনেক আন্তরিক।
খেলাধুলার প্রতি সরকার অনেক জোর দিয়েছে।তিনি বলেন, খেলাধুলা মানুষকে মাদকের হাত থেকে রক্ষা করে। তিনি সকলকে নিয়ে আধুনিক বরিশাল গড়ার কথায় প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ভিপি আনোয়ারসহ বরিশাল আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা শিক্ষক/শিক্ষার্থী এবং অভিভাবকরা।