বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পটুয়াখালীতে গোপন বৈঠক থেকে ৫ শিবিরকর্মী আটক

পটুয়াখালীতে গোপন বৈঠক থেকে ৫ শিবিরকর্মী আটক

পটুয়াখালী শহরে গোপনে বৈঠককালে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে দেড় হাজার বিভিন্ন জিহাদী বই, হাতুড়ি, সিডি, ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন এবং নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্ত বিভিন্ন রেজিস্টার বই উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী পুলিশ সুপারের নেতৃত্বে সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান ও এসআই আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন- মোহাম্মদ আখতারুজ্জামান (২৫), মোহাম্মদ নোমান (২০), মো. তৈমুর রহমান (২১), মো. হাসিবুর রহমান (২৪) এবং মো. রফিকুল ইসলাম (২৪)।

সোমবার রাতে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, আটকরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদ আসে তার কাছে। এরই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর থানা পুলিশ বিকালে অভিযান পরিচালনা করে।

এ সময় আটককৃতরা প্রথমে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। এ সময় কক্ষ তল্লাশি করে তাদের কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম পাওয়া গেলে বিষয়টি নিশ্চত হওয়া যায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য বলে আটককৃতরা স্বীকার করেন।

তারা দীর্ঘদিন ধরে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসপি আরও জানান, অভিযান পরিচালনাকালে তাদের কক্ষ থেকে অন্তত ১৫০০ (চার বস্তা) বিভিন্ন ধরনের জিহাদি বই, লিফলেট, ক্রেস্ট, সমর্থক ফরম, চাঁদা আদায়ের রসিদ, নেটওয়ার্ক বিস্তৃতি সংক্রান্তের বিভিন্ন রেজিস্টার, বিভিন্ন পর্যায়ের কমিটির নামসংবলিত রেজিস্টার, হাতুড়ি, লৌহজাতক চেইন, ঈদকার্ড, জিহাদি গানের সিডি, শিবিরের লোগোসংবলিত ২০টি মগ, একটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ, ১১টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একটি ব্যানার উদ্ধার করা হয়।

আটকদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের গ্রুপে আরও কোনো সদস্য পটুয়াখালীতে অবস্থান করছে কিনা।

আটককৃতদের বরাদ দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিলাল হোসেন (হেটকোয়ার্টার) জানান, আটক মোহাম্মদ আখতারুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। সাতক্ষীরা জেলা শামনগর উপজেলার বন্যাতলা গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে আখতারুজ্জামান।

মোহাম্মদ নোমান পটুয়াখালী পলিটেকনিক কলেজের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বেরাখোয়ারা গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা সোলেয়মান শেখের ছেলে নোমান। মো. তৈমুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম বর্সের ছাত্র। তার বাড়ি ঢাকা জেলার শেরেবাংলা পশ্চিম আগারগাঁও এলাকার ২৪২/২৪৩ আসানো টাওয়ারে।

তিনি ওই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে তাইমুর। মো. হাসিবুর রহমান বরিশাল বিএম কলেজের ইসলামী স্টাডিজের মাস্টার্সের ছাত্র। বরিশাল বিমানবন্দর কাশিপুর এলাকার বাসিন্দা গিয়াস খানের ছেলে হাসিব।

মো. রফিকুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র। পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী আকন বাড়ির মোস্তফা আকনের ছেলে রফিক।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech