মোঃ শাহাজাদা হীরা:
প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার এই স্লোগান কে সামনে রেখে। আজ ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সরকারি বেসরকারি উন্নয়ন সংগঠন সমূহ বরিশাল এর আয়োজনে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সহসভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল পুস্প রানী চক্রবর্তী, হাসিনা বেগম নীলা।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, আইসিডিএর নির্বাহী পরিচালক, আনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির সহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা ও তাদের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
শুরুতে সকলের অংশগ্রহণে নগরীর অশ্বিনী কুমার হলে চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় পরে সেখানে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সার্কিট হাউসে ব্রাক এনজিও এর আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।