স্টাফ রিপোর্টার: নগরীর ২৬নং ওয়ার্ড টিয়াখালী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দু’দফায় হামলা চালিয়ে সহোদরকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মৃত সুধীর চন্দ্র ঘরামীর ছেলে সুভাষ চন্দ্র ঘরামী ও উজ্জল চন্দ্র ঘরামী। এদের মধ্যে গুরুতর সুভাষকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুভাষ ও তার পরিবারের সাথে প্রতিবেশী সেকান্দার ও তার পরিবারের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। এ নিয়ে সেকান্দার ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তুচ্ছ বিষয় নিয়ে সুভাষ ও তার পরিবারের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এছাড়া বিভিন্ন সময় তারা সুভাষকে খুন জখমের হুমকি দেয়। ঘটনার দিন গত শনিবার সেকান্দার তার ভ্যান সুভাষের জমিতে রেখে চলাচলে বাধা বিঘœ ঘটায়। এতে সুভাষের ছোট ভাই উজ্জল সেকান্দারকে ভ্যনটি সড়িয়ে নিতে বলে। কিন্তু ভ্যনা না সড়িয়ে উল্টো উজ্জলকে খুন জখমের হুমকি দেয়। উজ্জল এর প্রতিবাদ করায় সেকান্দার, জাকির, নয়ন, সোহেল, ইমরানসহ অজ্ঞাত ৮/১০ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে সুভাষ এগিয়ে এলে সেকান্দারসহ অন্যান্যরা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।