বাউফল:
পটুয়াখালীর বাউফলে বিশ্বব্যাপী আলোচিত মরণব্যাধি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর-কে নির্দেশ প্রদান করেন স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে বাংলাদেশের অভন্তরে করোনা ভাইরাস ( পড়ারফ-১৯) প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা ও প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যাপক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।
আ.স.ম ফিরোজ (এমপি) বলেন- ইতি মধ্যে ভাইরাসটি বিশ্বে মহামারি আকার ধারন করেছে। চীনের মত উন্নত দেশ ভাইরাস প্রতিরোধে হিমশিম খাচ্ছে। আমাদের দেশে এ ভাইরাস ছড়ালে ব্যাপক আকার ধারন করবে। যাতে ভাইরাসটি ছড়াতে না পারে তার জন্য আমাদের সচেতনতার বিকল্প নেই। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, তবে সাবধান থাকতে হবে।
তিনি সংশ্লিষ্ট দপ্তরকে অতিদদ্রুত জনসাধারনে করণীয় ও সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ফেস্টুন বিতরণ-সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সমন্বয় সচেতনতা সভা এবং জুমার দিন মসজিদে মসজিদে ইমামগণকে সচেতনতামুলক বক্তব্য রাখার জন্য নির্দেশ দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার শাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসেরফ হোসেন খাঁন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া প্রমূখ।
এছাড়াও সভায় বিভিন্ন মেডিকেল অফিসার, স্বাস্থ্য কর্মী ও রাজনীতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।