পটুয়াখালীতে চারজন চীনা নাগরিককে করোনা ভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বরিশালের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন করোনা সন্দেহে এখন পর্যন্ত ৭ জন বরিশাল জেলায়, ৪ জন ঝালকাঠি জেলায় এবং বাকী ৪ জন পটুয়াখালী জেলায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর ৪ জন চীনা নাগরিক।
তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালের ৭ জনের মধ্যে ৪ জন গৌরনদী, ২ জন হিজলা এবং ১ জন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর ৪ জন ইতালি ফেরত, হিজলা একজন সৌদি আরব, অপরজন সিঙ্গাপুর এবং বাকেরগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত। ঝালকাঠির ৪ জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুইজন রয়েছেন।