হে বঙ্গপিতা,
শাসন ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো
এক বজ্রকণ্ঠ তুমি,
তুমি নিপীড়িত –
নির্যাতিত মানুষের স্বপ্ন।
মহাকালের বুকে
এসেছিলে এক নক্ষত্র হয়ে
যার আলোয় আলোকিত করেছিলে
সাত কোটি মানুষকে।
স্বৈরাচার ও শাসকের বিরুদ্ধে
তুমি এক লড়াকু সৈনিকে পরিনত করেছিলে বাঙালি জাতিকে-
তুমি ছিলে প্রতিটা বিপ্লবী মানুষের মস্তিষ্কে
প্রতিটা প্রতিবাদী মানুষের শিরায়-উপশিরায়-
তুমি হায়েনাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে
সংগ্রামী মূলমন্ত্র তৈরি করেছিলে।
হে পিতা কখনো আগরতলা ষড়যন্ত্র মামলায়
কখনো জনতার অধিকার আদায়ের অপরাধে
পাকিস্থানীদের মিথ্যে মামলায় কারাবন্দি
নির্বাসিত জীবন তোমায় থামাতে পারেনি,
তোমার রক্তের অস্তিত্বে
কখনোই অন্যায়ের সাথে আপোষ ছিলো না-
পৃথিবীতে তুমি আপোষহীন শেখ মুজিব।
হে রাজনীতিক কবি-
ইতিহাসের অন্যতম দলিল ৭ ই মার্চ
লক্ষ লক্ষ জনতাকে উজ্জীবিত করেছিলে
তোমার সেই জ্বালাময়ী কবিতায়।
স্বাধীনতার মূলমন্ত্র তুমি সেদিন শুনিয়েছিলে
বাঙালি জাতিকে।
হে পিতা তুমি আছো স্বাধীন বাংলাদেশের মানচিত্রে
তুমি আছো গারো লাল সবুজের পতাকায়,
হে পিতা কে বলেছে তুমি নেই
তুমি আছো সোনার বাংলায়-
মিশে আছো সকালের শিশির ভেজা
সবুজ মাঠে বিকালের গোধূলি লগ্নে
ভেসে আছো রক্ত রঙে-
তুমি মিশে আছো বাংলার মাটি ও মানুষের অন্তরে।
মুজিব শতবর্ষে সমস্ত পৃথিবীকে জানাই
মুজিবীয় সালাম-
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।।