নিজস্ব প্রতিবেদক:
বরিশালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক যুবককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে তাকে হাসপাতালে সদ্য চালু করা করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলেন। সেখানে ট্রাক চালাতেন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। ওই রোগীর বরাত দিয়ে তিনি বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ওই যুবকের শরীরে জ্বর ও কাশি লেগে রয়েছে। ইতিপূর্বে ডাক্তারও দেখিয়েছেন। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
এ কারণে সে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ধারণা করে মঙ্গলবার বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তবে এখনও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পরে রিপোর্ট দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
উল্লেখ্য, বরিশাল বিভাগে মঙ্গলবার বিকাল পর্যন্ত করোনা ঠেকাতে ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।