হোম কোয়ারেন্টাইনের থাকার বিষয়ে সরকারি নির্দেশ অমান্য করায় বরিশালের মুলাদীতে প্রবাস ফেরত দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় এই অভিযান চালায় প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বরিশাল নগরীতে এক ইতালি প্রবাসীর বাসায় অভিযান চালালেও নিয়ম মেনে চলায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, বিভিন্ন স্থান থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রবাস ফেরত ব্যক্তি যারা কোয়ারেন্টাইন মানছেন না তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় বরিশালের মুলাদী উপজেলায় কোয়ারেন্টাইন যথাযথভাবে পালন না করে জনসাধারনের সাথে ঘোরাফেরা করায় প্রবাস ফেরত দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে বরিশাল নগরীর করিম কুটির এলাকায় ইতালি ফেরত এক ব্যক্তি যথাযথভাবে কোয়ারেন্টাইন মানছে না অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ওই বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। তবে ওই প্রবাসী নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।