পিরোজপুর সদর উপজেলায় হোম কোয়ারেন্টিনে না থাকায় ওমান ও সৌদি আরব ফেরত দুই ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে সদর উপজেলার ব্রাহ্মণ্যকাঠি ও আলমকাঠিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল ইসলাম জানান ,পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণ্যকাঠি ও আলমকাঠি এলাকায় ওমান ও সৌদি আরব থেকে দুই ব্যক্তি আসেন।
নিয়মানুযায়ী তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তারা এলাকরা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। জেলায় করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে জেলা প্রশাসনের অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আরিফ হাসানের সহায়তায় তাদের দুইজনকে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরীর আদালতে তাদের উপস্থিপন করা হলে ওমান থেকে আসা ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং সৌদি আবর থেকে আসা ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পিরোজপুরের ডেপুটি নেজারত কালেক্টর মফিজুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে তাদের দুইজনকে জরিমানা করা হয়েছে এবং তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শ দেওয়া হয়েছে। এ বিষয় অভিযান এখনও চলছে।