বাউফল প্রতিনিধি:
সাবেক চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ সম্প্রীতি বিদেশ ফেরৎ ব্যক্তিদের বিশেষ ভাবে অনুরোধ করে বলেন ‘‘আপনারা হোম কোয়ারেন্টেনে থাকুুন, নিজে বাঁচুন, দেশ বাঁচান, পরিবকার বাঁচান। ”
বুধবার (১৮মার্চ) উপজেলা করোনা মোকাবেলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সম্প্রীতি বাউফলে বিদেশ ফেরৎ ২৫৮ জন ব্যক্তিদের চিহিৃত করে প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শ প্রদান করেন।
তিনি বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে। নিয়ন্ত্র্রণে আনার মত কোন প্রতিষোধক আবিস্কার না হওয়াায় সচেতনতা অবলম্বন করা ব্যতিত কোন উপয় নেই। ভাইরাসটি যেহেতু আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ছড়ায় সেহেতু আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টেনে অব্যশই থাকতে হবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, থানা কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা পি.কে সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক, ফয়সাল আহম্মেদ, জসিম উদ্দিন, সামসুল আলম ফকির।