বাউফল:
পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে বগী পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মোবাইল কোর্ট অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে তিনটি বেহুন্দী জাল, ৬টি চরঘেরা জাল, প্রায় ২০হাজার কিলোমিটার কারেন্ট জাল ও জাটকা মাছসহ তিনজনকে আটক করা হয়।
অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক দুজনকে ৫শ’ টাকা ও একজনকে ১হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক আজিজুল হক, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসেম মোহাম্মাদ শোয়াইব।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওহেদুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এছাড়াও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য মুসা, মিঠুন ও জালাল উপস্থিত ছিলেন।