বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

সমুদ্র সৈকত কুয়াকাটা ১৮কিলোমিটার দীর্ঘ সৈকতের বেলাভূমে দুই চারজন স্থানীয় মানুষ ছাড়া কোন পর্যটকের পদচারনা নেই। সাগরের মৃদু ঢেউ শো শো শব্দে কিনারে আছড়ে পড়ছে। অনবরত নিঃসঙ্গ ঢেউয়ের সেই শব্দ এখন কানে ষ্পষ্ট ভেসে আসছে। কারণ বীচে নেই কোন কোলাহল। নেই ভাড়াটে মোটরসাইকেল চালকদের যাতনা। নেই বাণিজ্যিক ফটোগ্রাফারদের উপদ্রব।

অটো বাইক কিংবা ব্যাটারিচালিত রিক্সার ভিড়ও নেই। যতদুর চোখ যায় ততদুর শুধু প্রকৃতির এই লীলাভূমির দেখা মিলছে। ৯০ ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আবাসিক হোটেল-মোটেলগুলো। একই স্পটে দাড়িয়ে সুর্যোদয়-সুর্যাস্তের মতো বিরল প্রাকৃতিক দৃশ্য অবলোকনের সৈকত কুয়াকাটার দৃশ্য এটি।

সন্ধ্যার পরে মানুষ শুন্য কুয়াকাটায় রাস্তাঘাটে নামলে গা ছম ছম করে। মরণব্যাধি, ঘাতক করোনা প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সতর্কতার কারণে বৃহস্পতিবার রাত থেকে কুয়াকাটার এমন দৃশ্য বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্যে ধস নামায় পর্যটন নির্ভর হাজার হাজার ব্যসায়ীসহ সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেছেন। তারপরও করোনা থেকে যদি মুক্তি পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech