এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক মাইক প্রচারে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে উপজেলার কেশাবপুর ইউনিয়নে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৪মার্চ) দিনব্যাপী কেশাবপুর ইউনিয়নে সকল ধরনের গণজামায়েত বন্ধ, চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশ এবং জনসাধারনকে করোনা প্রতিরোধে সচেতন ও সর্তকতা অবলম্বনে অনুরোধ জানিয়ে মাইকপ্রচার শুরু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে কেশাবপুর বাজারে মাইকপ্রচার করলে এতে বাধা দেয় স্থানীয় এক প্রভাবশালী নেতার ভাই মো. রুমান (২৮), মো. রায়হান (২৭) ও জাকির (২৮) সহ ২/৩জনের একটি দল।
এব্যাপারে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘ দেশের দূযোর্গপূর্ণ মূহুর্তে মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে সচেতনতা মুলক মাইকপ্রচার বের করা হয়। যারা এই মাইক প্রচারের হামলা করেছে তারা অত্যন্ত নেক্কারজনক কাজ করেছে।
বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘হামলাকারীদের চিহিৃত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।