বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাউফলে করোনা’র সচেতনতা প্রচারে বাঁধা

বাউফলে করোনা’র সচেতনতা প্রচারে বাঁধা

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামুলক মাইক প্রচারে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে উপজেলার কেশাবপুর ইউনিয়নে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (২৪মার্চ) দিনব্যাপী কেশাবপুর ইউনিয়নে সকল ধরনের গণজামায়েত বন্ধ, চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশ এবং জনসাধারনকে করোনা প্রতিরোধে সচেতন ও সর্তকতা অবলম্বনে অনুরোধ জানিয়ে মাইকপ্রচার শুরু হয়। বিকাল সাড়ে ৫টার দিকে কেশাবপুর বাজারে মাইকপ্রচার করলে এতে বাধা দেয় স্থানীয় এক প্রভাবশালী নেতার ভাই মো. রুমান (২৮), মো. রায়হান (২৭) ও জাকির (২৮) সহ ২/৩জনের একটি দল।

এব্যাপারে কেশাবপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, ‘ দেশের দূযোর্গপূর্ণ মূহুর্তে মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে সচেতনতা মুলক মাইকপ্রচার বের করা হয়। যারা এই মাইক প্রচারের হামলা করেছে তারা অত্যন্ত নেক্কারজনক কাজ করেছে।

বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘হামলাকারীদের চিহিৃত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech