বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ হিসাবে বৃহস্পতিবার ৩০ দিনে পূর্ণ হবে চলতি রজব মাস। আগামী শুক্রবার ২৭ মার্চ থেকে গণনা শুরু হবে শাবান মাস। আগামী ১৪ শাবান অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আলম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু:আ:হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ।
মুসলমানরা বিশ্বাস করেন শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটায় মুসলিম উম্মাহ। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকেই। শবে বরাত উপলক্ষে আগামী ১০ এপ্রিল সরকারি ছুটি।