মোঃ শাহাজাদা হীরা:
আজ ২৭ মার্চ শুক্রবার দিনভর জেলা প্রশাসক বরিশাল ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল মহানগরীতে একটি এবং দশটি উপজেলায় উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে ১০টি টিম মোট ১১ টি মোবাইল কোর্ট টিমের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, গণজমায়েত ও সমাবেশ বন্ধ, বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ব্যক্তিদের বিরুদ্ধে এবং করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক, স্যানিটাইজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে।
আজ সারাদিন অভিযান চালিয়ে ৫৮ হাজার আটশত টাকার জরিমানা আদায় করা হয়। সকাল থেকে বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে করোনা ভাইরাস রোগ প্রতিরোধে অন্যান্য দিনের ন্যায় আজ ২৭ মার্চ শুক্রবার জেলা প্রশাসন বরিশালের পক্ষ বরিশাল নগরীতে মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করে।
আজ সকাল থেকে নগরীর বাংলাবাজার, সাগরদী, মেডিক্যাল কলেজ এলাকা, রূপাতলী, নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, ব্যবসা প্রতিষ্ঠানে অধিক মানুষের সমাগম করা থেকে বিরত থাকার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার/দোকান, মেডিসিনের দোকান ইত্যাদির বাইরে সব ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল নিরুপম মজুমদার। অভিযানকালীন নগরীর বাংলা বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে মোহাম্মদ সানু নামে এক ব্যক্তি কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারা লংঘন করায় ১ হাজাট টাকা জরিমানা করা হয়।
এদিকে নগরীর নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘন করে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হালিম স্টোর্স এর মালিক ফয়সাল হাসান কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নগরীর ভাটিখানা এলাকায় একটি পরিবার কোয়ারেন্টাইন আইন মানছে না এমন অভিযোগ ভিত্তিতে সেখানে গিয়ে তাদেরকে কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। সতর্ক করা হয় যে পরবর্তীতে রুম থেকে বের হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন। প্রসিকিউশন প্রদানে সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার এসআই জয়ন্ত দত্ত ও স্যানিটারী ইন্সেপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, বরিশাল সদর মোহাম্মদ জাকির হোসেন। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়।হিজলা উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হিজলা মোঃ আমিনুল ইসলাম।
কাউরিয়া বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্টের অভিযান চলিয়ে ৬ ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বানারীপাড়া উপজেলায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে ৭ জন ব্যক্তিকে ৬ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বানারীপাড়া শেখ আবদুল্লাহ সাদীদ। আগৈলঝাড়া উপজেলায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে ১ জন ব্যক্তিকে ১ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া চৌধুরি রওশন ইসলাম। বাবুগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে ৫ জন ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ নুসরাত জাহান। মুলাদী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত করার কারণে ২ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুলাদী শুভ্রা দাস।
এছাড়া গৌরনদী, উজিরপুর, মুলাদী, বাকেরগঞ্জ, বরিশাল সদর, মেহেন্দীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, গণজমায়েত ও সমাবেশ বন্ধ করার লক্ষ্যে, বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে এবং স্থানীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।