নিজস্ব প্রতিবেদক:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে পালিয়ে গেছেন স্বজনরা।
একই দিন দিবাগত রাত পৌনে ১২টার দিকে শ্বাসকষ্ট নিয়ে ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখান থেকে ভর্তির জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানোর পর ওই নারীর মৃত্যু হয়।
এসএম বাকির হোসেন বলেন ওই রোগী কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে ২-৩ দিন আগে বাসায় ফেরেন।
‘এরপর তার শ্বাসসকষ্ট দেখা দেয়। এছাড়া তার স্বজনরা জানান হৃদরোগও ছিল ওই রোগীর। তাই কোন রোগে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সঠিক হবে না’।