মোঃ লিটন তালুকদার: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বরিশার ৪ [হিজলা -মেহেন্দিগজ্ঞ – কাজিরহাট আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর নামে ফেইসবুকে অপপ্রচার চালায় একটি কৃচক্রি মহল। এর প্রতিবাদে গত শনিবার বিকার ৫টায় একযোগে কাজিরহাট থানার ৫টি ইউনিয়নের মানববদ্ধন কর্মসুচীতে মেহেন্দিগজ্ঞ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রহমান বিনতে শফিকুল ইসলাম রুমানা ২নং লতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান নেহাল। সধারন সম্পাদক মোঃ আসাদুল জাম্মান খাঁজা, ২নং লত াইউনিয়নের যুবরীগের আহবায়ক, বি,এম,ফজল্লে রাব্বি। সেচ্ছাসেবকরীগের সভাপতি মোঃ এম,এ, রহিম শরিফ। সাধারন সম্পাদক মোঃ মসিউর রহমান পলাশ। ভাষানচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ফকির, আন্দারমানিক ইউনিয়ন চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম। জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার। সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন।