বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লাপাত্তা তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ

লাপাত্তা তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ

অনলাইন ডেস্ক:
মহামারী আইনে মামলার পর পর লাপাত্তা হয়ে গেছেন ভারতের তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ।

তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। খবর আনন্দবাজারের।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত ২৮ মার্চ-এর পর থেকেই মাওলানা সাদ নিজামুদ্দিন ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তবে তিনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা আমরা নিশ্চিত নই। তিনি আত্মগোপনে রয়েছেন।’

আনন্দবাজার জানিয়েছে, গত ২৮ মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল মাওলানা সাদকে। তার পর থেকে লাপাত্তা হয়ে যান। ইতিমধ্যেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চ লখনউ, মুজফফরনগরের বিভিন্ন এলাকায় সাদের খোঁজে পুলিশ পাঠিয়েছে।

প্রসঙ্গত, ভারতে চলমান করোনা সংক্রমণের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দিল্লির মারকাজ নিজামুদ্দিন মসজিদে ধর্মীয় সমাবেশ করা হয়। যেখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ওই সমাবেশের নেতৃত্ব দেন মাওলানা সাদ কান্দলভি। সমাবেশে অংশ নেয়াদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। তিন শতাধিক মানুষকে গত ৩০ এপ্রিল হাসপাতালে নেয়া হয়।

পরদিনই মসজিদটি সিল করে দেয়া হয়। আর সেখান থেকে ৭০০-এর বেশি মানুষকে বের করে শহরের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টিনে রাখা হয়।

বর্তমানে জমায়েতে যোগ দেয়া রাজ্যের বাকি লোকদের খোঁজে নেমেছে দিল্লি প্রশাসন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech