অসহায় মধ্যবিত্তদের জন্য হোম সার্ভিস খাদ্য সহায়তা চালু করেছে পটুয়াখালী পৌরসভা। মধ্যবিত্ত এসব পরিবারের জন্য স্বেচ্ছাসেবকদের দিয়ে বাড়িতেই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
মূলত করোনাভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মধ্যবিত্ত পরিবারগুলোকে টার্গেট করে পৌরসভা একটি হট লাইন নম্বর চালু করেছে। যারা মানুষের কাছে সহায়তা চাইতে পারে না কিংবা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন এমন পরিবারের সদস্যরা ওই হট লাইনে কল করতে পারবেন।
পটুয়াখালী পৌর সভার হটলাইন নাম্বারে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কল করে সহায়তা চাওয়া যাবে। পরে পৌরসভার পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গোপনে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
পটুয়াখালী ইয়ুথ ফোরাম এবং পটুয়াখালীবাসী নামে দুটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে সহযোগিতা করছে।