বাউফল প্রতিবেদক:
বাবা দিনমজুর। ছেলে মেধাবী ছাত্র। এসএসসি ও এইচএসিতে জিপিএ-৫ পেয়ে পড়াশুনা করছে কুমিল্লার এক সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। মরণঘাতি ভাইরাস নোবেল করোনা (কোভিড-১৯) এর প্রভাবে ঘর থেকে বের হতে পারছেন না বাবা। আয়-রোজগার বন্ধ। দেখা দিয়েছে খাদ্য সংকট। ছেলে ৯৯৯’এ কল করে স্থানীয় থানা পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। পুরো বিষয়টি জানান ওসিকে। আর ফোন পেয়ে ওসি খবর পেয়ে খাদ্য দ্রস্য নিয়ে হাজির হয় সেই বাড়িতে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে।
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাশেম মিয়া (ছদ্মনাম) এর ছেলে কুমিল্লাতে পড়াশুনা করেন আর মেয়ে জেএসসিতে জিপিএ৫ পেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শির্ক্ষার্থী। করোর প্রভাবে খাদ্য সংকটে পড়েছেন পরিবারটি। বিষয়টি ৯৯৯’এ কল করার মাধ্যমে আমি জানতে পেরে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। ’
তিনি বলেন, ‘স্থানীয় চেয়ারম্যান/মেম্বার তাদের কোন ত্রাণের নাম দেয়নি, যেহেতু ছেলে বড় প্রতিষ্ঠানে পড়ে তাই ভাবছে তাদের অনেক কিছু আছে। মুলত এমন পরিবার গুলোই বিপদে আছে।’