এক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে শাহনামা’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমেরিকার কানেকট্রিকাটে ২০ বছরের প্রবাস জীবনের এক ভয়াবহ বৈষঞ্জিক দুর্যোগে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। টানা দুই দর্শক ধরে যে শহরে আমি আছি এ সে শহর নয়। এ যেন এক মৃত্যুপুরী। মানুষ এখানে সূর্য দেখানে। ভোর দেখানে। দুপুর দেখা না। দেখেনা সূর্যাস্ত। এখানে কেবলই মৃত্যুর খবর। আর রাতের অন্ধকার। এ সময়ে বদলে গেছি আমি। বদলে গেছে মানুষ। বদলে গেছে পৃথিবীর স্বাভাবিকতা। মানুষ মানুষের কাছে যাবে, পাশে থাকবে। মানুষের এই মানবিক চাওয়া সকল মানবের। অথচ আমরা এখন কেবলই দূরে থাকছি প্রিয় মানুসের ছোয়ার বাইরে। রবীন্দ্রনাথের সূরে বলতে হয়- “কাছের সূরে দূরের ধ্বনি”। এখন আমাদের বন্দি দিন, বন্দি রাত। স্বপ্নহীন এক পথচলা। তার মধ্যেও শাহনামা তার প্রকাশনার ৩০ বছর ছুতে পারার গৌরবে আমি গৌরব বোধ করছি। মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। শাহনামা’র সাথে নতুন-পুরাতন যারা ছিলেন, যারা নাই, এবং যারা আছেন সবাইর সহযোগিতা কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি- “হে আল্লাহ বিশ্ববাসীকে করোনা ভাইরাসের এই মহাদুর্যোগ থেকে রক্ষা কর।”