পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির মৃত্যূ নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে। ওই ব্যক্তির নাম মো. নাসির মোল্লা (৪০)। গতকাল সোমবার রাতে উপজেলার আদাবাড়ীয় ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থানরত অবস্থায় মারা যান তিনি। স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি বছরের মার্চের শেষের দিকে ঢাকাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরতর আহত হন নাসির। ঝলসে যায় দেহের অনেকাংশ। চিকিৎসা নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অসুস্থ অবস্থায় গত সপ্তাহে শশুর বাড়িতে আসেন সে। সোমবার রাতে মৃত্যূবরণ করেন তিনি। সূত্র আরো জানায়, বুক পুড়ে যাওয়ায় নাসিরের শ্বাসকষ্টের সমস্যা ছিলো।
অপরদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এমন কথাও শোনা যায় বিভিন্ন মাধ্যমে। মৃত নাসির মোল্লার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউপির পশ্চিম পাতাবুনিয়া গ্রামে। সে ঢাকার একটি মালিকানা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত না তাই তার সংস্পর্শে যারা এসেছেন তাদের প্রাথমিকভাবে হোম কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মৃত ব্যক্তির ফলাফল পজেটিভ আসলে ওই এলাকাটি লকডাউন করা হবে।