বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিরোজপুর জেলায় চলছে লকডাউন: সর্বশেষ পরিস্থিতি

পিরোজপুর জেলায় চলছে লকডাউন: সর্বশেষ পরিস্থিতি

পিরোজপুর প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে পিরোজপুর জেলায় চলছে লকডাউন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ জেলাকে লকডাউন ঘোষনা করে । আজ শুক্রবার সকাল থেকে জেলার সর্বসাধরনের চলাচল সিমিত করে দেওয়া হয়েছে । এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের জেলা কমিটির মিটিং জেলা সিভিল সার্জনের

সুপারিশক্রমে সংক্রমন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ এর প্রেক্ষিতে পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু আলী মো. সাজ্জাদ হোসেন অবরুদ্ধ বা লকডাউন ঘোষনা দেন ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ পিরোজপুর জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরীন আন্তঃ উপজেলায় যাতায়াতের ক্ষেত্রে এ রূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী

পরিষেবা এর আওতাবহির্ভূত রাখতে বলা হয়েছে। সেই সাথে যেহেতু পিরোজপুর জেলা বরিশাল ও খুলনার মধ্যবর্ত্তী একটি জেলা তাই অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতার বাইরে থাকবে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ ও আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহস করা হবে

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech