আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের ব্যতিক্রমধর্মী খাদ্য সহায়তায় তরমুজ বিতরন করেছেন। রবিবার পৌরসভার ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমতলী উপজেলার সহস্রাধীক ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীন হয়ে পরেছেন। এ কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আমতলী পৌরসভার ২৫ জন ব্যবসায়ীকে ইউএনও মনিরা পারভীন ব্যতিক্রমধর্মী খাদ্য সহায়তায় তরমুজ বিতরন করেন।
খাদ্য সহায়তার মধ্যে আরো ছিল ১০ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল। খাদ্য সহায়তা বিতরন কালে আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা। ইউএনও’র এ রকম ব্যতিক্রমী সহায়তায় অভিভুত ব্যবসায়ীরা।
ক্ষুদ্র ব্যবসায়ী জাফর হোসেন বলেন, ইউএনও স্যার ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা বুঝেই তরমুজ দিয়েছেন। এটি একটি ব্যতিক্রমধর্মী খাদ্য সহায়তা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, পৌরসভার ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল আলু, তেল ও তরমুজ দেয়া হয়েছে।