পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া লঞ্চঘাট সংলগ্ন নদীতে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় এক নারীসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার দুপুরে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। এছাড়াও আটকৃতদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি কক্সবাজার থেকে আনা হয়েছে বলে র্যাব জানায়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা গ্রামের বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা বেগম। ইউসুফ আলী, ছালাম, নুর আলম, ইউছুফ, শাহজাদা ও জামাল। এদের সকলের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
পটুয়াখালী র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়ার এএসপি মো. রইছ উদ্দিন জানান, আসামী বাবুল মৃধা এবং তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে কৌশলে ইয়াবা পাচার করে আসছে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ গ্রেফতারকৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।