বরিশাল:
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) পরীক্ষামূলক ভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রনালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই বেশ কয়েকটা ক্লাসও আমাদের নেয়া হয়েছে।
পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া শুরু হবে। তিনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে। তাদের যদি এ কার্যক্রম কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।