স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবকিছু বন্ধ থাকায় কাজ পাচ্ছে না খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এতে বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। করোনার এ ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে নিজের তিন মাসের বেতন, ঈদ বোনাস এবং পারিবারিক তহবিল হতে কিছু অর্থ দিয়ে পটুয়াখালীর বাউফলস্থ ১৪ নং নওমালা ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের নিজ বাড়িতে এলাকার দুস্থ-অসহায় ৪৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম।
ত্রাণ হিসেবে চাল, ডাল, পিয়াজ, তৈল, আলু এবং ঈদ উপলক্ষে সেমাই ও চিনি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ।
ত্রাণ বিতরণের সময় তার পিতা আঃ হক মৃধা, ভাতিজা স্থানীয় সাবেক মেম্বর মো: হারুনুর রশীদ, মোঃ সোহেল মৃধা, ভগ্নীপতি লাল মিয়া চৌকিদার, চাচাতো ভাই আঃ মন্নান মৃধা, নুর উদ্দিন, ইসমাইল, হাবীব, মোশাররফ, দীন ইসলাম, কামরুল মৃধা, জালাল মোল্লা, মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মনজুরুল আলম‘র বৃদ্ধ পিতা আঃ হক মৃধা জানান, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে কর্মহীনদের কিছুটা সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। সমাজের সকল সামর্থবানরা যদি দেশের এই ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে এসে দাঁড়াতে পারে, তাহলে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্মহীনদের দুর্ভোগ লাঘব হবে।
করোনার এ দুর্যোগকালীন সরকারী ছুটি না থাকায় মঞ্জুরুল আলম ত্রাণ বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করতে পারেননি। তবে ভিডিও বার্তার মাধ্যমে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।