আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ এক হাজার দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বরিবার ইউএনও মনিরা পারভীন উপজেলার তিনটি ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরন কার্মক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, সুপার সাইক্লোণ আম্ফান গত ২১ মে উপকুলীয় অঞ্চলে আঘাত হানে। ঘুর্ণিঝড়ের আঘাতে আমতলী উপজেলায় দুই হাজার পাঁচ’শ ঘর আশিংক ও সম্পুর্ণ বিধ্বস্থ হয়। অন্তত দশ হাজার গাছপালা উপড়ে পড়ে। উপজেলায় ব্যপক ফসলের ক্ষতি হয়।
এই ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে গুলিশাখালী, চাওড়া ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের এক হাজার দুই’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। রবিবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সুপার সাইক্লোণ আম্ফানে ক্ষতিগ্রস্থ তিনটি ইউনিয়নের এক হাজার দুই’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
পরিতোষ কর্মকার