বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে । পরিবেশ দিবস ও মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও পিরোজপুর জেলা ছাত্রলীগের নির্দেশনায় নাজিরপুরে বৃক্ষরোপণ করেছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (৫ জুন) সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রক্তিম মজুমদারের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।
রক্তিম মজুমদার বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের পরিবেশের প্রতি আরো যত্নবান হতে হবে। আমরা কেন্দ্রীয় সকল কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছি।”