বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া মাছ বাজারে অভিযান চালিয়ে রাক্ষুসে মাছ পিরানহা আটক করেছে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম। আজ বুধবার সকাল ১০ টার দিকে তিনি নিষিদ্ধ পিরানহা মাছগুলো আটক করে মাটিতে পুতে ফেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কড়ইবাড়িয়া মাছ বাজারে এক শ্রেণীর অসৎ মাছ ব্যবসায়ীরা গ্রামের সহজ সরল মানুষদের ধোকা দিয়ে তাদের কাছে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছকে রূপচাঁদা মাছ বলে বিক্রি করে আসছিলো। সংবাদ পেয়ে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ওই বাজারে অভিযান চালিয়ে দশ কেজি বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ আটক করেন। আটককৃত মাছ কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এ অভিযানের সময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, কড়াইবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, কড়ইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ দশ কেজি পিরানহা মাছ আটক করে মাটিতে পুতে ফেলেছি। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।