পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পলাশ সাহা নামে একজন ভুয়া চক্ষু চিকিৎসকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, ভুয়া চিকিৎসক পলাশ সাহা উপজেলার নিউ মার্কেটে চেম্বার খুলে সাইনবোর্ডে পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার চিকিৎসা দিয়ে আসছিলেন। সাইনবোর্ডে সিরিয়ালের জন্য যোগাযোগের জন্য (০১৭২১৪৮০৬০২) এই নম্বর ব্যবহার করে।
এ ব্যাপারে পিরোজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানান,‘পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালে পলাশ সাহা নামে কোন চিকিৎক নেই। ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”