পিরোজপুরের মঠবাড়িয়ায় দধিভাঙ্গা এলাকা থেকে শাহজাহান নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা গ্রামের নাদের আলীর পুত্র।
মঠবাড়িয়া থানার এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে দধিভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,শাহজাহান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।তার বিরুদ্ধে একাধিক খুন,ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
উল্লেখ্য, চট্রগ্রামে খুনসহ ডাকাতি মামলার আসামী শাহজাহান ইতোপূর্বে বিস্ফোরক আইনে ৫ বছর সাজা ভোগ করে মাগুড়া জেল থেকে বের হয়।এর পূর্বে চট্রগ্রামে ৭ বছর সাজা ভোগ করে জেল থেকে বের হয়।তার নামে চট্রগ্রাম,যশোর,মাগুড়াসহ দেশের বিভিন্ন স্হানে ডজনখানেক ডাকাতি মামলা রয়েছে।